ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ছে  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জানুয়ারি ৩০, ২০২৫
আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়ছে  

আয়কর দাতাদের বার্ষিক বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থ উপদেষ্টাকে পাঠানো হয়েছে।

আজই তার প্রজ্ঞাপন জারি হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে এনিবআর এর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।

৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার পর সময় শেষ হলে দুই দফায় দুই মাস সময় বৃদ্ধি করে এনবিআর। চলতি জানুয়ারি মাসের ৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন রয়েছে। সে হিসেবে আজ শেষ কর্মদিবসে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে আরও ১৫দিন সময় বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

দেশে এক কোটির উপরে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। এর মধ্যে ৪০ লাখের মতো আয়কর রিটার্ন জমা দেয়। এবার অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার প্রেক্ষাপটে এনবিআর রাজস্ব আহরণে আধুনিকায়নের পথে হাঁটছে। এ জন্য বেশ কিছু খাতে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া ১২ লাখ অতিক্রম করে গেছে।

এনবিআর মনে করছে এ ধারাবাহিকতায় আয়কর রিটার্ন দেওয়া বাড়ছে।

এ বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বন্ধের কবলে পড়ে রাজস্ব আহরন। এতে অনেকে সময়মতো আয়কর রিটার্ন জমা দিতে পারেনি। ৩১ জানুয়ারির পর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫দিন বাড়লে আয়কর রিটার্ন বাড়বে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।