করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবীরদের কাছে থেকে আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় জাতীয় বোর্ড (এনবিআর)। আগামী ২০ মার্চের মধ্যে তা জমা দিতে হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি হয়েছে।
এনবিআর বলছে, অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।
আগামী ২০ মার্চের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা এনবিআরের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে আগ্রহীদের। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল [email protected] এর মাধ্যমে পাঠাতে হবে। এনবিআর প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
জেডএ/এইচএ/