নীলফামারী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আর্থিক খাতের সর্বনাশ করা হয়নি। রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুট করার ঘটনা একমাত্র বাংলাদেশে ঘটেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নীলফামারী সরকারি কলেজের হলরুমে আয়োজিত “বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ রূপরেখা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভায় কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, যে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে, সেসব উদ্ধারের চেষ্টা করছি। আমরা এখানে অনেকগুলো জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করেছি। আর তারা প্রত্যেকে তথ্য নিচ্ছে। তারা অন্যান্য জায়গা থেকে তথ্য নিচ্ছে।
তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স হচ্ছে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চার থেকে পাঁচ বছর লেগে যায়। তবে সময় লাগবে এবং এ সরকারের পক্ষে কিন্তু রেজাল্টটা দেখা সম্ভব নয়। শুরুটা করা সম্ভব, আমরা শুরু করে দিই। কিন্তু শেষটা করতে হবে পরবর্তী সরকারকে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
এসআই