ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে পাঁচদিনব্যাপী ফ্যাশন কার্নিভাল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩০, আগস্ট ২৭, ২০১৫
রাজধানীতে পাঁচদিনব্যাপী ফ্যাশন কার্নিভাল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদকে সামনে রেখে ব্র্যান্ডেড পোশাক নিয়ে রাজধানীর গুলশানের এমানুয়েলস ব্যানকুট হলে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী  ৫ম বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৫।

বুধবার (২৭ আগস্ট) এ আন্তর্জাতিক মেলার উদ্বোধন করা হয়।

ফ্রিল্যান্সারস ও রেড কার্পেট৩৬৫ লিমিটেডের উদ্যোগে আয়োজিত মেলায় ৪৫টির মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

ঈদুল আজহাকে সামনে রেখে ‘আমাদের সাথে করুন আপনার ঈদের কেনাকাটা’ স্লোগানে আয়োজিত মেলায় বিভিন্ন বয়সী নারীদের কাপড়, শাড়ি, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থলী টেক্সটাইল, কুর্তা, লন, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোশাক, সালোয়ার কামিজ, থ্রি-পিস, শাল, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, উপহার সামগ্রীসহ সেবামূলক প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে।

বিদেশে রফতানি করতে ইচ্ছুক বিনোয়োগকারীরাও এই প্লাটফর্মে অংশ নিয়ে তুলে ধরতে পারেন নিজেদের তৈরি পোশাকের বৈশিষ্ট্য। যা বিদেশে নতুন বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মৌলিক লন সংগ্রহের সম্ভার নিয়ে মেলায় থাকছে ‘গুল আহমেদ’। ২৬ আগস্ট বুধবার থেকে শুরু হওয়া মেলা ৩০ আগস্ট রোববার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।