ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় প্রাণআপের পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, নভেম্বর ১৭, ২০১৫
মাগুরায় প্রাণআপের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: প্রাণআপ এর ‘লাভ ইন থাইল্যান্ড’ প্রোগ্রামের লটারিতে পুরস্কার বিজয়ী মাগুরার ১১জনের হাতে একটি করে এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়েছে। কোমলপানীয় প্রাণআপ খেয়ে ক্র্যাচকার্ড ঘষে এ পুরস্কার পান ওই ১১ ভাগ্যবান।


 
মঙ্গলবার(১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাণ বেভারেজের এসিস্টান্ট জেনারেল ম্যানেজার আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার শামীম সরকার।

প্রাণ বেভারেজের ঝিনাইদহ জোনের টেরিটরি সেলস ম্যানেজার মো. জহির উদ্দিন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গত ৩ মাসে প্রাণআপ খেয়ে লাভ ইন থাইল্যান্ড প্রোগ্রামের অংশ হিসেবে পুরস্কার প্রাপ্ত ১১জনের হাতে ১১টি ১৬ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিরা। এ সময় তারা দেশি কোম্পানি প্রাণের সঙ্গে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।