ঢাকা, শুক্রবার, ১৫ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে বিজ্ঞাপনে বিপাশা হায়াত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে বিজ্ঞাপনে বিপাশা হায়াত অভিনেত্রী বিপাশা হায়াত

ঢাকা: বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা সবসময়ই খুব সচেতন। বিভিন্ন রকম খাবার থেকে অজান্তেই বাচ্চাদের শরীরে অনাকাঙ্ক্ষিত জীবানু প্রবেশ করে তাদের অসুস্থ করতে পারে।

এমনই একটি বিষয়ে মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নুডল্স ব্র্যান্ড ‘চপস্টিক’ একটি বিজ্ঞাপন নির্মাণের উদ্যোগ নিয়েছিলো। বর্তমানে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হচ্ছে।

আর এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ওচিত্রশিল্পী বিপাশা হায়াত।

বিজ্ঞাপনটিতে মায়েদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছেন।

বিপাশা হায়াত বলেন, “বিজ্ঞাপনটির একটি ভালো উদ্দেশ্য রয়েছে। বাচ্চাদের খাবার নিয়ে আমরা মায়েরা ভীষণ খুঁতখুঁতে। দিনের কোনো সময় কী খাওয়াতে হবে, খাবারের মাধ্যমে বাচ্চারা প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কি না, খাবারে ক্ষতিকর কিছু আছে কি না এসব নিয়ে মায়েদের ভাবনার শেষ নেই। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যা শিশুদের স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতিকর। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিষয়টির গুরুত্ব অনুধাবন করে, বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মত নুডল্স ‘চপস্টিক’ উৎপাদন করেছে। এই বিজ্ঞাপনটিতে দেওয়া এই বিশেষ বার্তাটি আমি মনে করি অবশ্যই সবার জানা উচিৎ এবং বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত।

সামাজিক দায়বদ্ধতা এবং শিশুদের কথা মাথায় রেখে একটি ভালো পণ্য বাজারে আনবার জন্য স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে আমি সাধুবাদ জানাচ্ছি। ”

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।