ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠিতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ঝালকাঠিতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন ঝালকাঠিতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন, ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নেই’ স্লোগানে ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টায় পৌর শহরের সাধনার মোড় এলাকায় কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম।

পরে আয়কর অফিসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝালকাঠি সার্কেলের সহকারী কর কমিশনার মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার তরুন কুমার মণ্ডল, জেলা বণিক সমিতির সভাপতি মাহবুব হোসেন, একাধিকবার জেলার শ্রেষ্ঠ আয়কর দাতা মনিরুল ইসলাম তালুকদার।

বাংলা‌দেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।