ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দিনাজপুরে সাতদিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, মার্চ ৫, ২০১৯
দিনাজপুরে সাতদিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু আঞ্চলিক এসএমই পণ্যমেলা উদ্বোধন করছেন অতিথিরা। ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে শুরু হয়েছে সাতদিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে এ মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।  

জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজা-উর-রব চৌধুরী।

 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের মাধ্যমে টেকসই শিল্পায়ন গড়তে এসএমই ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সারাদেশে মেলার আয়োজন করে আসছে। মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, তারুণ্যের শক্তিকে ব্যবহার এবং উদ্যোক্তা তৈরি করা।

এসএমই পণ্যমেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৬২টি স্টল রয়েছে। এ সাতদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।