ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ছানাউল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ছানাউল হক রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ছানাউল হক।

ঢাকা: রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন কাজী ছানাউল হক।

রোববার (১৩) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগদান করেন তিনি।

এর আগে ৩০ মে তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

রূপালী ব্যাংকের আগে কাজী সানাউলহক ঢাকা স্টক একচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (অতিঃদায়িত্ব) ছিলেন।

বাংলাদেশ সময় ১৭১৪ ঘণ্টা, জুন ১৩, ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।