ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীর আলম সাউদ রাবির নতুন ছাত্র উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, এপ্রিল ১৩, ২০২৩
জাহাঙ্গীর আলম সাউদ রাবির নতুন ছাত্র উপদেষ্টা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে তিনি তার দায়িত্বে যোগদান করেন।

তিনি ছাত্র উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে এ নিয়োগ দিয়েছেন।

ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতোপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এদিকে দায়িত্বে যোগদানের পর মন্তব্যে নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।