ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুঃস্থদের মাঝে জাবি ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
দুঃস্থদের মাঝে জাবি ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের আশপাশের দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের নেতৃত্বে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের ৩০টি অসহায় পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এবারের ঈদ যেন এই অসহায় মানুষরা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উচ্ছ্বাসে কাটাতে পারে সেজন্য তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।