ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৩ জনের জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
সৈয়দপুরে ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬৩ জনের জিপিএ-৫

নীলফামারী: এসএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুরের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৬৩ জন। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে মাত্র ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।

 

 শুক্রবার (২৮ জুলই) পরীক্ষার ফলাফলের এ তথ্য পাওয়া গেছে।

জেলা শহরের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১১৬ জন পরীক্ষা দিয়ে ১১৬ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। লায়ন্স স্কুল ও কলেজের ৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৩ জন। সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ১১৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৯ পরীক্ষার্থীর মধ্যে ১০৯ পাস করেছে। শতভাগ উত্তীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটির জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। সানফ্লাওয়ার স্কুল ও কলেজের ১২৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ১৬২ জন পরীক্ষার্থীর ১৩২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। আল-ফারুক একাডেমির ১৯১ জনের মধ্যে ১৯১ জন পাস শতভাগ উত্তীর্ণের সফলতা বজায় রেখেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ৯৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।  

গ্রামের বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। খালিশা বেলপুকুর স্কুল ও কলেজের ১০২ জনের মধ্যে ৭০ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

লক্ষণপুর স্কুল ও কলেজের ১৮৩ জনের মধ্যে পাস করেছে ১৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়ের ১৫৭ জনের মধ্যে পাস করেছে ৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৮ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। চওড়া উচ্চ বিদ্যালয়ের ৪৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।