ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে দুর্গাপূজার ছুটি শুরু রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু রোববার

জবি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার (২২ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ থাকবে।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে চলতি মাসের ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সব ইন্সটিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো (বিদ্যুৎ, পানি, গ্যাস টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।  

প্রসঙ্গত, শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে পূজায় শিক্ষার্থীরা মোট ছয় দিনের ছুটি পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।