ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে ১৩ শিক্ষার্থী পেল ডিসির আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
গোপালগঞ্জে ১৩ শিক্ষার্থী পেল ডিসির আর্থিক সহায়তা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দরিদ্র ১৩ শিক্ষার্থীকে পরীক্ষার ‘ফি’ হিসেবে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ডিসি তার অফিস কক্ষে এসব শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 

বিষয়টি নিশ্চিত করে ডিসি কাজী মাহবুবুল আলম বলেন, এসব অসচ্ছল শিক্ষার্থীরা দারিদ্রতার কারণে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দিতে পারছিল না। উপায়ন্তর না পেয়ে তারা আমার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করে। সেই আবেদন পেয়ে যাচাই-বাছাই করে তাদের মধ্যে ১৩ জনকে বৃহস্পতিবার বিভিন্ন অংকে মোট ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছি।  

গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের তুলি সিকদার, মুন্নী খানম ও বৈশাখী খানম জানায়, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তারা পরীক্ষার ফি’র টাকা জোগাড় করতে পারছিল না। তাই বাধ্য হয়েই ডিসি বরাবর তারা আবেদন জানায়। তাদের প্রয়োজনীয় ফরম পূরণে টাকা পেয়ে তারা খুশি।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।