ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভূমিকম্প আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়ে ঢাবিশিক্ষার্থী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
ভূমিকম্প আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়ে ঢাবিশিক্ষার্থী আহত আহত ঢাবি ছাত্র মিনহাজ

ঢাকা: ভূমিকম্পের সময় আতঙ্কে হলের ২য় তলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে পায়ের গোড়ালি আঘাত পেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।  

তার নাম মিনহাজ (২১)।

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের ছাত্র তিনি। সূর্যসেন হলের ২৩৩ নম্বর রুমে থাকেন তিনি।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পের সময় লাফ দিয়ে আহত হন মিনহাজ।

সহপাঠীরা জানান,সকালে যখন ভূমিকম্প হয় তখন মিনহাজ ঘুমাচ্ছিলেন। টের পেয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার জন্য ২য় তলার রুমের জানলা দিয়ে নিচে লাফ দেন তিনি। তখনই ডান পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। সহপাঠীরা তাকে সঙ্গে সঙ্গে ঢাবির মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে দুপুরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর ডান পায়ের গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে। ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে।  তার পায়ে প্লাস্টার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।