ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

পলাশবাড়ীতে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, ফেব্রুয়ারি ২২, ২০২৪
পলাশবাড়ীতে নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে
উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যাণ্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সচিব আব্দুন নূর জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে মানবিক বিভাগের এক শিক্ষার্থী হাতে লিখা কাগজ দেখে পরীক্ষা দিচ্ছিল। এসময় কেন্দ্রে দায়িত্বরত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাকে বহিষ্কার করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।