ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ক্লাস শুরু হচ্ছে ২৪ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
রুয়েটে ক্লাস শুরু হচ্ছে ২৪ আগস্ট

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস শুরু হবে। এই উপলক্ষে আগামী ২০ আগস্ট শিক্ষার্থীদের জন্য রুয়েটের সব আবাসিক হল খুলে দেওয়া হবে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে রুয়েট জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ক্লাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে সব সময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এছাড়া ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই মধ্যে রুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিসহ ছাত্রদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও রুয়েট প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।