ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববি লোকপ্রশাসন বিভাগে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ববি লোকপ্রশাসন বিভাগে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) লোকপ্রশাসন বিভাগে বইছে নির্বাচনী আমেজ। লোকপ্রশাসন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির (সোয়াপ) চতুর্থ নির্বাচনে ভিপি ও সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ণভাবে বিভিন্ন পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নির্বাচনী প্রচারণায় সরগরম।  
মোবাইলে ক্ষুদে বার্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা ব্যস্ত সময় পার করছেন। ভোট চাচ্ছেন। তবে লোকপ্রশাসন বিভাগের এই উন্মাদনা শুধু বিভাগের মধ্যেই সীমাবদ্ধ নয়, ৫০ একরের ক্যাম্পাসের ছড়িয়ে পড়েছে।  

বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসরাত জাহান কে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ২২ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৩ অক্টোবর নমিনেশন উত্তোলন ও জমাদানের তারিখ ঘোষণা করা হয়। ২৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর ২৭ অক্টোবর মনোনয়নের বৈধতা দেওয়া হয়। আগামী ২৮ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংগঠনিক পাঁচটি পদের বিপরীতে লড়ছেন ১০ জন প্রার্থী। প্রতি ব্যাচ থেকে একজন ছেলে একজন মেয়ে করে ১০টি ব্যাচ প্রতিনিধি নির্বাচিত হবে।

লোকপ্রশাসন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ বলেন, উৎসব মুখর পরিবেশ চলছে। এ যেন সিনিয়র-জুনিয়রদের মিলনমেলা। একে অপরের সাথে নতুন করে পরিচয়ের এক অঘোষিত বরণ প্রক্রিয়া। এই নির্বাচনের সবার ভেতরগত স্নায়ুযুদ্ধ চললেও, ভ্রাতৃত্বের বন্ধন দৃশ্যমান। লোকপ্রশাসন পরিবারের এই পারিবারিক বন্ধন হীনস্বার্থের জন্য যেন নষ্ট না হয়। আরও বলতে হয় নির্বাচন বার বার আসুক। ভালোবাসার রজ্জু আরও পাকা হোক। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।