ঢাকা: বেসরকারি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির ফাইলে সই দিয়ে গেলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এর মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর ইবতেদায়ি শিক্ষকদের দাবি পূরণ হতে যাচ্ছে।
প্রথম ধাপে এক হাজার ৫১৯ ইবতেদায়ি মাদরাসার ছয় হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলছে। খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হচ্ছেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদের বিদায় এবং নতুন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের (সি আর আবরার) যোগদান উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বেসরকারি শিক্ষকদের বেতন-ভাতা নিয়েও কথা বলেন।
এখন থেকে ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সি আর আবরার।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমি আশ্বাস দিয়েছিলাম এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা দুই-এক বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। আমি জানি এ বছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে।
পরে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপদেষ্টা ফাইলে সই করেছেন। ফাইলটি এখন প্রধান উপদেষ্টার অনুমতির জন্য পাঠানো হবে। তিনি অনুমতি দিলে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।
এমপিওভুক্তির দাবি জানিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিলেন ইবতেদায়ির শিক্ষকরা। নতুন সরকার আসার পর তারা আন্দোলন আরও জোরদার করেন। শিক্ষকদের প্রতিনিধিদল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানান। উপদেষ্টা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। এরপর গত ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ি শিক্ষকদের এমপিওভুক্তির জন্য কাজ করছিল কারিগরি ও মাদরাসা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুসারে, শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে (ইআইআইএন) এমন এক হাজার ৫১৯টি মাদরাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার সম্মতি পাওয়া গেলে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এমআইএইচ/আরএইচ