ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা: 'বি' ইউনিটের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
রাবি ভর্তি পরীক্ষা: 'বি' ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের ফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান।  

তিনি বলেন, ভর্তি সংক্রান্ত সব তথ্য এবং ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের  ওয়েবসাইটে (https://application.ru.ac.bd) রয়েছে। ভর্তিচ্ছুরা চাইলেই এখান থেকে নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচসএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাসের বছর প্রয়োজন হবে। আর প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

তিনি জানান, 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়েছে। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাসের হার ২০.৪৩%।  

পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)।  

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে যাবতীয় দিক নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ  University of Rajshahi এখান থেকে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।