ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার সিদ্ধান্তে উল্লাস, অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, ফেব্রুয়ারি ২৪, ২০২১
পরীক্ষার সিদ্ধান্তে উল্লাস, অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলমান পরীক্ষা গ্রহণ করার সংবাদে উল্লাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে নীলক্ষেত মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন তারা।

এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৪টা ১০ মিনিটে তারা এই অবরোধ তুলে নেন আন্দোলনরতরা। এসময় তারা সাত কলেজ জিতলো, সাত কলেজের জয় হলোসহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করেন।

তিতুমীর কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা এ সিদ্ধান্তে অত্যন্ত খুশি। আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।