ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ইবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ইবিতে তিন সহকারী প্রক্টর নিয়োগ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে তিন শিক্ষককে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দীন ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর সাদাতকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এ তিনজনের স্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়শ্রী সেনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর তারা সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।