ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার দাবিতে কুবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ফেব্রুয়ারি ২৫, ২০২১
পরীক্ষার দাবিতে কুবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

কুমিল্লা: পরীক্ষার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা পুনরায় শুরু করার দাবি জানিয়ে বলেন, আমাদের দাবি একটাই পরীক্ষা চাই, শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই।  

এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১১ ব্যাচের শিক্ষার্থী বায়েজিদ বলেন, আমাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য সেশনজট মুক্ত হওয়া। আমরা একাদশ ব্যাচের ইংরেজি বিভাগ ১৪ মাস ধরে ষষ্ঠ সেমিস্টারে আছি। এটা বেশ দুঃখজনক সংবাদ। এছাড়া যেখানে অন্য সবকিছুই স্বাভাবিক সেখানে বিশ্ববিদ্যালয় এখনো বন্ধ রাখার কোনো ধরনের যোক্তিকতা দেখি না।

এছাড়াও মানববন্ধনের পর উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান তারা।

করোনা ভাইরাস মহামারিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

পরবর্তীসময়ে শিক্ষামন্ত্রীর পরীক্ষা বন্ধের ঘোষণার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৫৮টি সেমিস্টার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।