ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

সড়কে অবস্থান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, ডিসেম্বর ১, ২০২১
সড়কে অবস্থান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): সড়কে একের পর এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে পুরান ঢাকায় আবারও বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

এতে কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা রাস্তায় চলমান গাড়ি থামিয়ে লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স চেক করেন। ফলে সদরঘাটগামী রায়সাহেব বাজার মোড় সংলগ্ন রাস্তাতে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর আন্দোলন আজকের মত স্থগিত করা হয়।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. তানজিম বাংলানিউজকে বলেন, প্রতিদিন আমাদের কারো না কারো ভাই-বোন সড়কে প্রাণ হারাচ্ছে। আমরা এভাবে চলতে দিতে পারি না। আমাদের এখনই সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা শীঘ্রই নতুন কর্মপরিকল্পনা করে পুনরায় সুবিচার ও সঠিক সড়ক আইন বাস্তবায়নের জন্য আন্দোলনে নামবো।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।