ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বনপাড়া পৌরসভার মেয়র জাকির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বনপাড়া পৌরসভার মেয়র জাকির

নাটোর:  নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কে এম জাকির হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন  ১১ হাজার ৮৭৯ ভোট।

নারিকেল গাছ প্রতীক নিয়ে তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ৫ হাজার ৮৯০ ভোট।  

এছাড়া মাঝগাঁ ইউনিয়ন পরিষদ ( ইউপি)  নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল আজাদ দুলাল চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আলিম পেয়েছেন ৩ হাজার ৭৯৫ ভোট।  

জোয়াড়ী ইউপিতে ৯ হাজার ২৬৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আকবর আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের  চাঁদ মাহমুদ পেয়েছেন ৭৩৯১ ভোট।

নাটোর জেলা কর্মকর্তা মোহা. আনোয়ারুল হক বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।