ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শেষ মুহূর্তে খুলনায় নারী ভোটারদের দীর্ঘ লাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
শেষ মুহূর্তে খুলনায় নারী ভোটারদের দীর্ঘ লাইন

খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে নারী ভোটাররা কেন্দ্রে এসে ভিড় জমিয়েছেন।

সোমবার (১২ জুন) দুপুর ২টার পর ১৬ নম্বর ওয়ার্ডের আলহাজ মনসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়া খুলনা আলিয়া মাদ্রাসা, পাইওনিয়র মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিটি কলেজ, খুলনা জিলা পুলিশ স্কুলসহ বেশ কিছু কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারের সরব উপস্থিতি দেখা গেছে। এদের মধ্যে অনেকেই এবার নতুন ভোটার।  

খুলনা জিলা পুলিশ স্কুলে ৮০ বছরের বাসন্তী রানি দাস এসেছেন ভোট দিতে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি তিনি।

আলহাজ মনসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে আসা মো. সাদী বলেন, নারীরা দুপুরে রান্নাবান্না ও ঘর সংসারে কাজ শেষ ভোট দিতে এসেছেন। যে কারণে দুপুরের পর ভোট কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন।

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে, জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিকও ভোটের লড়াইয়ে রয়েছেন।

আর কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন ১৭৭ জন প্রার্থী। দুজন কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটগ্রহণ করা হচ্ছে ২৮৯টি কেন্দ্রের এক হাজার ৭৩২টি কেন্দ্রে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১২, ২০২৩

এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।