ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতকে শোকজ

শরীয়তপুর: আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপি প্রার্থী ডা. খালেদ শওকত আলীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।  

তিনি শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ঈগল প্রতীকের প্রার্থী।

আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে।

১৭ ডিসেম্বর শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম আচরণবিধি লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা চেয়ে ডা. খালেদ শওকত আলীকে এ নোটিশ দেন।  

নোটিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলীর বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচনী আচরণবিধিমালা-২০০৮ এর বিধান লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা চেয়ে শওকতকে নোটিশ দেন।  

নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. খালেদ শওকত আলী গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে এসে বহু লোকের জমায়েত করে মিছিল নিয়ে মাজেদা হাসপাতাল হয়ে ব্র্যাক অফিসের সামনে গিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া ডা. খালেদ শওকত আলী ভোটের দিনের তিন সপ্তাহ আগে থেকে ঈগল প্রতীক নিয়ে শত শত লোক সমাগম করে স্লোগান দিয়েছেন। যা জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালার ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে শরীয়তপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে ডা. খালেদ শওকত আলীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।