ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আইনি দিক জেনে গেল এনডিআই-আইআরআই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আইনি দিক জেনে গেল এনডিআই-আইআরআই

ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের আইনি সুরক্ষার বিষয় সম্পর্কে জেনেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সংস্থা দুটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে।

পরে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বৈঠকের ব্যাপারে জানান।

তিনি বলেন, এনডিআই, আইআরআই’র পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে। মিটিংটা একটু কনফিডেনসিয়াল। তাদের পক্ষে থেকে মিডিয়াকে কিছু না বলার জন্য অনুরোধ করা হয়েছিল।

মূলত আমাদের প্রিপারেশন নিয়ে জানতে চেয়েছিল। আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং, নির্বাচনী মালামাল কীভাবে পৌঁছাচ্ছে, কোড অব কনডাক্টে মাইনরিটিস বিষয়গুলো আছে কিনা, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত বিষয় তারাও বলবেন না, আমাদেরও কিছু না বলতে অনুরোধ করেছেন।

এনডিআই, আইআরআই’র প্রতিনিধি দলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।