ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়া-১: দ্বিতীয়বারের মতো নৌকার সাহাদারা মান্নানের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বগুড়া-১: দ্বিতীয়বারের মতো নৌকার সাহাদারা মান্নানের জয় সাহাদারা মান্নান

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান নৌকা প্রতীক নিয়ে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট।

 

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুল ইসলাম জানান, বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনে ৩৪ দশমিক ২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।