ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোট: চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন দেবে কে, জানতে চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, এপ্রিল ২৬, ২০২৪
উপজেলা ভোট: চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন দেবে কে, জানতে চায় ইসি

ঢাকা: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে প্রার্থী মনোনয়ন কে দেবে তা দলগুলোকে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৫ জুন চতুর্থ ধাপে বিভিন্ন উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের পাঠাতে হবে। একইসঙ্গে উক্ত চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

গত ২৩ এপ্রিল তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে ও প্রতীক বরাদ্দ ২০ মে।

চতুর্থ ধাপে দেশের ৫৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।