ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ব্যালটে ভুল প্রতীক, কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
ব্যালটে ভুল প্রতীক, কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালটে প্রতীক ভুল থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।  

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইসি থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস জানান, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদের অটোরিকশা প্রতীকের বদলে ব্যালট পেপারে রিকশা প্রতীক চলে আসে। এ ব্যাপারে ইউসুফ আহমেদ নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন স্থগিতের নির্দেশ দেয়। তবে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হলেও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।