ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা 

ঠাকুরগাঁও: ভোটারবিহীন নির্বাচন, চুন ছাড়া পানের মতো মন্তব্য করে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

 

এসময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনা দেন।

রাশেদা সুলতানা আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না।  

তাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদা সুলতানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআইর জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ, ঠাকুরগাঁও জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ অনেকে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।