ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাজবাড়ীতে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
রাজবাড়ীতে আনারস প্রতীকের দুই সমর্থককে হাতুড়িপেটা

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের কর্মীসভায় যাওয়ার পথে সালাম মণ্ডল (৫৬) ও জাহাঙ্গীর হোসেন (৫০) নামে দুই সমর্থককে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের কর্মীরা।  

শনিবার (১৮ মে) সন্ধ্যার পর উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন।  

আহত সালাম মণ্ডল নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মণ্ডলের ছেলে ও জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত কাসেম মণ্ডলের ছেলে।

সালাম মণ্ডল বলেন, সন্ধ্যার পর উপজেলার সোনাপুর বাজারে আনারস প্রতীকের কর্মীসভা ছিল। সেখানে যাওয়ার পথে দক্ষিণবাড়ি গোরস্থানের কাছে পৌঁছালে সাত থেকে আটজনের একদল যুবক আমাদের হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। পরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল বলে স্লোগান দিতে দিতে চলে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা আমাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আমার নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে আমার দুই কর্মীকে মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের বক্তব্য নিতে তাকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের দরগার পাশে জহুরের বাড়ির সামনে আনারস প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে সৈয়দ আলী আজম (৫৭) নামে এক ব্যক্তিকে হকিস্টিক দিয়ে মাথায় আঘাত করে জখম করে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকেরা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।