ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

যশোরের তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ২১, ২০২৪
যশোরের তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

যশোর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যশোরের তিনটি উপজেলায় (শার্শা, ঝিকরগাছা ও চৌগাছায়) ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে জেলার ২৯৩টি কেন্দ্রের ২ হাজার ১৭৩টি কক্ষে ইভিএম এর মাধ্যমে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিবিহীন ভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১ জন।

নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ২১, ২০২৪
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।