ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কলারোয়ায় নির্বাচনী সহিংসতা সৃষ্টির অভিযোগে আটক ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মে ২৯, ২০২৪
কলারোয়ায় নির্বাচনী সহিংসতা সৃষ্টির অভিযোগে আটক ৪ 

সাতক্ষীরা: জেলার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়।

অপরদিকে বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে এসব ঘটনা ঘটে। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, আমিনুল ইসলাম লাল্টুর ঘোড়া প্রতীকের সমর্থক নজরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বসে ছিলেন। এসময় এসএম আলতাফ হোসেন লাল্টুর আনারস প্রতীকের সমর্থক আরিফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক নজরুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করে। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে ভোট কেন্দ্রে সহিংসতা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে আরিফুল ইসলামসহ তিনজনকে আটক করা হয়। অপরদিকে, বয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক কেন্দ্রে দাঙ্গা সৃষ্টির অভিযোগে পুলিশ সাঈদ হোসেন নামের একজনকে আটক করে।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন ও কলারোয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে ও কলারোয়া উপজেলার ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।