ঢাকা, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৫ মার্চ ২০২৫, ০৪ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি কার্যক্রম ইসিতেই রাখতে চান সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
এনআইডি কার্যক্রম ইসিতেই রাখতে চান সিইসি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন (ইসি) থেকে সরকার নিয়ে গেলে সমস্যা হবে। এনআইডি ইসির অধীনেই থাকা উচিত।

মঙ্গলবার (০৪ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা একজায়গায় থেকে দেওয়া যায় কিনা। কিন্তু সরকারকে আমাদের মতামত জানিয়ে এসেছেন প্রতিনিধি।  

ইসির সঙ্গে আলোচনা না করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন তিনি।  

সিইসি বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে গেলে সমস্যা হবে তা আমরা জানাবো। এখন ভোটার নিবন্ধন চলছে, সামনে জাতীয় নির্বাচন আছে। এরমধ্যে সরকার এটা নেবে, এমন আলোচনায় ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে। এনআইডি কার্যক্রম ইসিতেই থাকা উচিত।

এদিকে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল সুপারিশ করেছেন তা জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করবে। তার আগে তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নেওয়া মানেই কোনো এক পক্ষের স্বার্থ এখানে রয়েছে।  

এদিকে অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন ও এনআইডি সেবা একই ছাদের নিচে আনতে সংস্কার কমিশনের সুপারিশে একটি পৃথক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ যে সিদ্ধান্তের চিঠি মন্ত্রিপরিষদ সচিব এরই মধ্যে নির্বাচন কমিশনকেও পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।