ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেঞ্চুগঞ্জে ৫ ইউপিতে জয়ী বিএনপির ৩, আ’লীগ ও স্বতন্ত্র ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ফেঞ্চুগঞ্জে ৫ ইউপিতে জয়ী বিএনপির ৩, আ’লীগ ও স্বতন্ত্র ২

সিলেট: দীর্ঘ ১৫ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে বৃহস্পতিবার (২৯ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ফলাফলে ৫টি ইউনিয়নের ৩টিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার বিমল কান্তি সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী বদরুদ্দোজা (আনারস) ৫ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৬৪ ভোট এবং নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মাশার আহমদ পেয়েছেন ১ হাজার ১৪ ভোট।

২নং মাইজগাঁও ইউপিতে বিএনপির সুফিয়ানুল করিম (ধানের শীষ) ৫ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জুবেদ আহমদ চৌধুরী শিপু (নৌকা) ৪ হাজার ২২৫ ভোট পেয়েছেন।

৩নং ঘিলাছড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত আবুল লেইস চৌধুরী (নৌকা) ৩ হাজার ৪২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৫৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আফতাব আলী পেয়েছেন ৪ হাজার ৪৬৬ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশরাফ চৌধুরী (আনারস) পেয়েছেন ৯৪৬ ভোট।

৪নং উত্তর কুশিয়ারায় বিএনপির আহমেদ জিলু (ধানের শীষ) ৩ হাজার ৫৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের লুদু মিয়া (নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৯৮ ভোট।

৫নং উত্তর ফেঞ্চুগঞ্জে বিএনপির এমরান উদ্দিন (ধানের শীষ) ২ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আতিকুর রহমান মিটু (ঘোড়া) পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট এবং আওয়ামী লীগের জসিম উদ্দিন (নৌকা) ১ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন।

২০০৩ সালে সর্বশেষ উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন হয়। এরপর ৫টি ইউনিয়ন পরিষদে বিভক্ত হওয়াতে মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন আটকে যায়। প্রায় ১৫ বছর পর এবার নির্বাচন হল।  

৫টি ইউনিয়নে ৭২ হাজার ৫৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ১৮৩ জন নারী ও ৩৬ হাজার ৪০৯ জন পুরুষ ভোটার।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ ৫ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।