ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

চিকনিকান্দি ইউপি উপ-নির্বাচনে  আ’লীগ প্রার্থী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৮
চিকনিকান্দি ইউপি উপ-নির্বাচনে  আ’লীগ প্রার্থী জয়ী

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো. সাজ্জাদ হোসেন (রিয়াদ) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

তিনি পেয়েছেন ৪ হাজার ৮৬৭ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত মো. শিপলু খান পেয়েছেন ২ হাজার ৫৩৭ ভোট।

 

মঙ্গলবার (১৫ মে) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।  

এ ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৯৯৮জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ২০০ এবং ৬ হাজার ৭৯৮ জন নারী।

গত ১ মার্চ ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন বাদলের মৃত্যু হলে পদটি শূন্য হয়।  

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, মে ১৬, ২০১৮
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।