ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে ২১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
সিসিকে ২১৪ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ আরো ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২১ জুন) মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে সংরক্ষিত কাউন্সিলর পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ নিয়ে তিন পদে মোট ২১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত মেয়র পদে পাঁচজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মেয়র পদে এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেন এহসানুল হক তাহের, এহসানুল মাহবুব ফেরদৌসী জুবায়ের, মুক্তাদির আহমদ এবং বিএনপি নেতা আব্দুল কাইযুম জালালী পংকী।

সিসিক নির্বাচন সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই রোববার-সোমবার (০১ ও ০২ জুলাই) ও প্রত্যাহার সোমবার (৯ জুলাই)।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।