ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন

বেশি সম্পদ কামরানের, স্ত্রী ‘কোটিপতি’

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
বেশি সম্পদ কামরানের, স্ত্রী ‘কোটিপতি’ বদরউদ্দিন আহমদ কামরান, (ফাইল ফটো)

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেওয়া (মনোনয়নপত্র দাখিল) নয়জন মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তার সম্পদের পরিমাণ দুই কোটির ওপরে। বার্ষিক আয়েও তিনি এগিয়ে।

মনোনয়নপত্রের সঙ্গে নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে নিজের স্বাক্ষর করা হলফনামায় এ সব তথ্য উল্লেখ করেছেন মেয়র প্রার্থীর বদরউদ্দিন আহমদ কামরান।

মেয়র প্রার্থী কামরান হলফনামায় উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ২৪ লাখ ৯১ হাজার ৪০৩ টাকা।

এর মধ্যে ব্যবসায় ৪ লাখ ৮০ হাজার এবং শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ২০ লাখ ১১ হাজার ৪০৩ টাকা। পেশায় ‘বালুপাথর সরবরাহকারী ও কমিশন এজেন্ট’ ব্যবসায়ী তিনি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।
 
তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। তবে অতীতে দায়ের করা ৪টি ফৌজদারি মামলার সব ক’টিতে অব্যাহতি পেয়েছেন তিনি।

অস্থাবর-সম্পদের মধ্যে নিজ নামে নগদ টাকা ৪ লাখ ৫৩ হাজার ৫৫২ টাকা, স্ত্রীর নামে নগদ ৮৪ হাজার ৩৩১, ব্যাংকে নিজের জমানো ১ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৯২৯ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৫ লাখ ৯৪ হাজার ২শ’ টাকা।

নিজের নামে না থাকলে স্ত্রীর বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র/স্থায়ী আমানতে বিনিয়োগ ১৪ লাখ ৫০ হাজার টাকা ও ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ আছে। নিজের ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ, ৩ লাখ ৮৭ হাজার টাকার আসবাবপত্র এবং ২ লাখ  ৪৬ হাজার ৪শ’ টাকার ইলেকট্রনিক সামগ্রী আছে। এছাড়া স্ত্রীর রয়েছে ১ লাখ ৪ হাজার টাকার স্বর্ণালঙ্কার, ৩৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৬০ হাজার টাকার আসবাবপত্র।  
 
স্থাবর সম্পদের মধ্যে কামরানের নিজ নামে অকৃষি জমি ৪৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা, ১০ লাখ টাকার দোতালা দালান রয়েছে। স্ত্রীর নামে ৩১ লাখ ৪ হাজার ৮০১ টাকার কৃষি জমি, তিন কোটি ১৩ লাখ ৯৬ হাজার ৫৮৯ টাকার বাণিজ্যিক ভবন রয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড সিলেট  সিটি করপোরেশন শাখায় ৬৮ লাখ ৮০ হাজার ২৮২ টাকা ঋণ রয়েছে এ সাবেক মেয়রের।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এনইউ/ওএইচ/আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।