ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংগঠক তাহের, মুক্তাদির ‘ভূমিহীন’, পেশা ‘মাইকিং’ জসিমের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৮
সংগঠক তাহের, মুক্তাদির ‘ভূমিহীন’, পেশা ‘মাইকিং’ জসিমের বাম দিক থেকে জসিম, তাহের ও মুক্তাদির

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন নয়জন। কিন্তু মনোনয়নত্র যাচাই-বাছাইয়ে আটকে গিয়েছেন তিন প্রার্থী।

তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী যুব সংগঠক মো. এহছানুল হক তাহের, ব্যবসায়ী মুক্তাদির হোসেন তাপাদার ও কাজী জসিম উদ্দিন।
 
নির্বাচন কমিশনে তারাও হলফনামা দিয়েছেন।

তার মধ্যে ৬ লাখ মূলধনে ২ লাখ ৯০ হাজার টাকা আয় তাহেরের, ফল ব্যবসায়ী মুক্তাদির প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ট এবং ‘স্বশিক্ষিত’। আর কাজি জসিম উদ্দিনের পেশা মাইকিং।  
 
যুব সংগঠক তাহের 
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুব সংগঠক মো. এহছানুল হক তাহের। পেশায় ব্যবসায়ী তাহেরের শিক্ষাগত যোগ্যতা ‘দাখিল’। তার বার্ষিক আয় ২ লাখ ৯০ হাজার টাকা।
 
অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ ৫ হাজার ও ব্যাংকে ২০ হাজার টাকা রয়েছে। ২ লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ১ লাখ টাকার আসবাবপত্র ছাড়াও ব্যবসায় মূলধন আছে ৬ লাখ ২০ হাজার টাকা। এই প্রার্থীর স্ত্রীর ৫ লাখ টাকার ১৫ ভরি স্বর্ণালঙ্কার ছাড়া নগদ টাকা ও আসবাবপত্র নেই। স্থাবর সম্পদ বিবরণীতে যৌথ মালিকানায় নিজের ২ শতক দালান দেখিয়েছেন তিনি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
 
সর্বকনিষ্ট মুক্তাদির ‘ভূমিহীন’
পেশায় ‘ফল আমদানিকারক’ স্বতন্ত্র মেয়র প্রার্থী মুক্তাদির হোসেন তাপাদারের বার্ষিক আয় ৩ লাখ ২০ হাজার টাকা।
 
হলফনামায় দেওয়া জন্ম তারিখ অনুযায়ী মেয়র পদে সর্বকনিষ্ট (২৬ বছর ছয় মাস) এই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ‘এইচএসসি’ পাস।
 
এই প্রার্থীর নগদ ১ লাখ ও ব্যাংকে ৫০ হাজার টাকা ছাড়া অস্থাবর/স্থাবর আর কোনো সম্পদ নেই। ‘ভূমিহীন’ এই মেয়র প্রার্থীর আর্থিক প্রতিষ্ঠানে দেনা নেই। কোনো মামলাও নেই তার বিরুদ্ধে।
 
জসিমের পেশা ‘মাইকিং
‘ভূমিহীন’ আরেক স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাজী জসিম উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা ‘স্বশিক্ষিত’। ‘মাইকিং কাজে নিয়োজিত’ পেশার এ প্রার্থীর বার্ষিক আয় (চাকরি) ২ লাখ ৫৮ হাজার টাকা।
 
অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৫০ হাজার, ব্যাংকে ২ হাজার এবং ১০ হাজার টাকার ইলেকট্রনিকস সামগ্রী ও ১ লাখ ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। নিজের ও স্ত্রীর নামে, এমনকি যৌথ মালিকানায় কোনো জমি নেই। তার স্ত্রীরও নেই স্থাবর/অস্থাবর কোনো সম্পদ।
 
এ তিন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও তারা আপিল করবেন বলে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।