ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিকে মেয়রপ্রার্থী তাহেরসহ ১১ জনের মনোনয়ন বৈধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সিসিকে মেয়রপ্রার্থী তাহেরসহ ১১ জনের মনোনয়ন বৈধ

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাছাইয়ে বাদ পড়া ১৩ প্রার্থীর আপিল শুনানি শেষ হয়েছে। এতে বৈধ ঘোষণা করা হয়েছে ১১ জনের মনোনয়ন।

বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ জুলাই) এ শুনানি হয় নির্বাচনী ট্রাইব্যুনাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।

এরমধ্যে বাছাইয়ে বাদ পড়া মেয়র প্রার্থী এহছানুল হক তাহেরের মনোনয়নপত্র বহাল থাকে।

এছাড়া মেয়রপ্রার্থী মোক্তাদির হোসেন দফাদারের মনোনয়ন বাতিলও বহাল রাখে ট্রাইব্যুনাল।

এছাড়া বয়স ২৫ বছর না হওয়ায় সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার রুমি প্রার্থিতা ফিরে পাননি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আপিল ট্রাইব্যুনাল ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক মো. জাকারিয়া বাংলানিউজকে বলেন, দু’দিনে ১৩ জন প্রার্থীর শুনানি হয়েছে। বৃহস্পতিবার আরও দু’টি আবেদন জমা পড়েছে। এগুলো শনিবার শুনানি হবে।

সংশ্লিষ্টরা জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাইকালে তিন মেয়র প্রার্থীসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।  

এরমধ্যে আপিলে সংরক্ষিত ওয়ার্ডে মনোনয়ন বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন, সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৬ নম্বর ওয়ার্ডের রেহানা ইয়াসমিন, ৭ নম্বর ওয়ার্ডের ক্ষমা রানি দে ও শিবাণী রানী দে ও ৯ নম্বর ওয়ার্ডের বেগম আলিমুন।

সাধারণ কাউন্সিলর পদে আপিলে মনোনয়নপত্র বৈধ হয়েছে পাঁচজনের। তারা হলেন- ৩ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দে, ৫ নম্বর ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেন ও ২৫ নম্বর ওয়ার্ডের আশিক আহমদ।

এছাড়া বৃহস্পতিবার (৫ জুলাই) ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী নজমুল আহমদ ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আসমা বেগম আপিল করেছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।