ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিসিসি’র খেলাফতের মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
বিসিসি’র খেলাফতের মেয়র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের মেয়র প্রার্থী একেএম মাহবুব আলম।

সোমবার (০৯ জুলাই) সকালে তিনি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

এ বিষয়ে মাহবুব আলম বাংলানিউজকে বলেন, কোনো স্বার্থ বা চাপের মুখে নয়, জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

দেশ, জাতি ও ২০ দলীয় জোটের স্বার্থে আমার এ সিদ্ধান্ত।

এদিকে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত শুধু খেলাফত মজলিসের মেয়র প্রার্থী নয়, কয়েক কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।