ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নগর ভবনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে: কামরান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
নগর ভবনকে জনমুখী প্রতিষ্ঠান করা হবে: কামরান গণসংযোগ করছেন মহাজোট সমর্থিত বদর উদ্দিন আহমদ কামরান/ছবি: বাংলানিউজ

সিলেট: নগরভবনকে জনমুখী প্রতিষ্ঠান করবেন উল্লেখ করে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, জনগণকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণের সুবিধার কথা মাথায় রেখে কাজ করব।

বৃহস্পতিবার (১২ জুলাই) নগরের আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে নিয়ে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি পথচারী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন।


 
এসময় তিনি ৩০ জুলাই নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম সম্পাদক মুশফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী মতি, আব্দুস সাত্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম ফয়সল, সদস্য শাহ আলম শাওন, আব্দুল লতিফ রিপন, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, এম এইচ ইলিয়াছি দিনার, কিশোর জাহান সৌরভ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম এ খান শাহীন, আব্দুল মতিন, কামাল আহমদ, ওয়েছ খান, শাহীন আহমদ, ইমদাদ হোসেন ইমু, আনিসুজ্জামান আনিস, আনিসুর রহমান তিতাস, রাহেল আহমদ চৌধুরী, লাহিন আহমদ, ইমামুর রহমান লিটন, আব্দুল গফফার মিন্টু, সিদ্দিক মিয়া, রুহুল মালিক ছোটন, আওয়ামী লীগ নেতা বেলাল খান, সাবেক ব্যাংকার কামরান আহমদ কামরান, বখতিয়ার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকির, ইয়াসিন আহমদ,  রুপম আহমদ, অমিজিত রায়, মুহিবুর রহমান মুন্না প্রমুখ।
  
জেলা যুবলীগের কর্মী সভা: সিলেট সিটি  করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কার সমর্থনে সিলেট মহানগর ও জেলা যুবলীগের কর্মীসভায় শুক্রবার বাদ মাগরীব প্রধান নির্বাচনী কার্যালয় হোটেল নির্বানা ইন মাঠে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেলাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা) ফজলুল হক আতিক।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।