ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পানিয়ারুপ বিদ্যালয়ে ভোট দেবেন আইনমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পানিয়ারুপ বিদ্যালয়ে ভোট দেবেন আইনমন্ত্রী 

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক ৩০ ডিসেম্বর (রোববার) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। 

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা উপজেলা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুল হক।

তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির মুসলিম উদ্দিন ও হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম।  এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৯৫৩। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৪ ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৩৯ জন।

সম্প্রতি নির্বাচনী পথসভায় আইনমন্ত্রী বলেছেন, বিগত পাঁচ বছরে আমার নির্বাচনী এলাকায় পরিকল্পনার প্রায় ৯৮ ভাগ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আগামী পাঁচ বছরে এলাকার যে উন্নয়ন হবে কসবা-আখাউড়ায় ৫০ বছর আর উন্নয়ন করতে হবে না।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিসিজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।