ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সোনাইমুড়িতে গুলিসহ আনসার সদস্যের অস্ত্র লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
সোনাইমুড়িতে গুলিসহ আনসার সদস্যের অস্ত্র লুট

নোয়াখালী: নোয়াখালী-১ আসনের (চাটখিল- সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১০ রাউন্ড গুলিসহ এক আনসার সদস্যের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০টার দিকে সোনাপুর ইউনিয়নের ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোটগ্রহণ চলাকালীন সময়ে দায়িত্বরত অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে দুর্বৃত্তরা এক আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে।

অস্ত্রটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।