ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাদারীপুর-১ আসনে নৌকার নূর ই আলম জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মাদারীপুর-১ আসনে নৌকার নূর ই আলম জয়ী নূর ই আলম চৌধুরী লিটন

মাদারীপুর: মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) নূর ই আলম চৌধুরী লিটন বিজয় লাভ করেছেন। 

রোববার (৩০ ডিসেম্বর) এ আসনের মোট ১০১টি কেন্দ্রের সবগুলো ভোট গণনা শেষে শিবচর উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমরান আহমেদ।

রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে জানা যায়, নূর ই আলম চৌধুরী লিটন (নৌকা প্রতীক) ২ লাখ ২৭ হাজার ৪৫৪ ভোটা পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের মাওলানা জাফর আহম্মদ ৪৩৬, ধানের শীষ প্রতীকে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ৩০৫, জহিুরুল ইসলাম মিন্টু (লাঙল) ৬৪ ও শাহনেয়াজ তোতা (গোলাপফুল) ১০৭ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগের নূর ই আলম চৌধুরী এবারের বিজয়ের মাধ্যমে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএমইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।