ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নড়াইল-১: হ্যাটট্রিক করলেন মুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
নড়াইল-১: হ্যাটট্রিক করলেন মুক্তি

নড়াইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নড়াইল-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা কবীরুল হক মুক্তি।

রোববার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বিষয়টি জানান।

কাজী মাহবুবুর রশিদ জানান, নৌকা প্রতীক নিয়ে কবীরুল হক মুক্তি পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ ভোট।

তার প্রতিন্দ্বন্দ্বি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট।

এরআগে, সকাল ৮টা থেকে এ আসনে ১০২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ১৭৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ১৯৩ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৯৮১ জন।

এর আগে, বর্তমান সাংসদ কবীরুল হক মুক্তি ২০০৮ সালে আওয়ামী লীগর বিদ্রোহী প্রার্থী হয়ে কলস প্রতীক নিয়ে, ২০১৪ সালে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হন।   

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।