ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনী-৩ আসনে জাপার মাসুদ উদ্দিন চৌধুরী জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ফেনী-৩ আসনে জাপার মাসুদ উদ্দিন চৌধুরী জয়ী মাসুদ উদ্দিন চৌধুরী (ফাইল ফটো)

ফেনী: ফেনী-৩ আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে আসা ফলাফলে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফলে মাসুদ উদ্দিন চৌধুরী পেয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৭ ভোট ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আকবর হোসেন পেয়েছেন ১৪ হাজার ৬৭৪ ভোট।

ফেনী-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৯৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭৫৫ জন। মোট ১২৬ কেন্দ্র ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।