ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাট-৩ আসনে লাঙ্গলের কাদের জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
লালমনিরহাট-৩ আসনে লাঙ্গলের কাদের জয়ী

লালমনিরহাট: লালমনিরহাট-৩ (সদর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, লাঙ্গল প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জিএম কাদের পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৪১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আসাদুল হাবিব দুলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৫ ভোট।

এ আসনে ৮৯টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৬৯০ জন ও নারী ভোটার এক লাখ ২৬ হাজার ৫৫৩ জন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।